NEWS DETAILS

News Details

agent

দৈনিক যুগান্তর : আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ১০ দিন ব্যাপী ইনভেস্টমেন্ট বোনানজা

এই প্রথম দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড আয়োজন করেছে 'ইনভেস্টমেন্ট বোনানজা' বা বিনিয়োগ মেলা। যেখানে গ্রাহকরা সহজ কিস্তিতে, সুবিধাজনক ও লাভজনক উপায়ে ফ্ল্যাট, প্লট ও কমার্শিয়াল স্পেস ক্রয় করতে পারবেন। যা চলবে ২৪ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত।ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএম এনামুল হক। এই আয়োজনে থাকছে গ্রাহকদের অল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি বিনিয়োগের সুযোগ। একই সঙ্গে থাকছে আরও নানান ধরনের সুযোগ-সুবিধা। আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে লটারী ব্যবস্থা। লটারীর ড্র এর মাধ্যমে প্রতিদিনই থাকছে মোটর সাইকেল, এয়ার কন্ডিশনার, ফ্রিজসহ গৃহ সামগ্রী। বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় দৈনিক যুগান্তর পত্রিকায়।

Link : Read More ........