সবার জন্য আবাসনের চাহিদার কথা মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিঃ গত ২০ মে ২০২৪, রোজ সোমবার মোহাম্মদপুরে 'ডি এইচ টাওয়ার' নামীয় প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে। প্রায় তিন যুগের অধিককাল সময় ধরে অভিজাত আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণের অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদপুরে ১০ কাঠার কর্ণার প্লটে উক্ত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিঃ। নির্মাণ কাজ শুরু এই শুভ উপলক্ষ্যে প্রকল্পে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষে আমিন মোহাম্মদ কন্সট্রাকশনের সম্মানিত ডিরেকটর আসাদ আর খানসহ অন্যান্য নেতৃস্থানীয় কর্মকর্তাগণ এবং প্রকল্পের ল্যান্ড ওনারগণ। উক্ত উদ্বোধনী দোয়া মাহফিলে মহান আল্লাহ্ তায়ালার কাছে কৃতজ্ঞতা ও সফল ভাবে নির্মাণ সম্পন্ন করার জন্য আর্জি জানিয়ে উপস্থিত সকলের স্ব্তঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাটিকেটে প্রকল্পটির নির্মাণ করা শুরু করা হয়।উল্লেখ্য যে, 'ডি এইচ টাওয়ার' আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড এর ১৩ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক মাল্টিকমপ্লেক্স প্রকল্প যার অবস্থান ঢাকার কাঙ্খিত এলাকা মোহাম্মদপুরের মোহাম্মদি হাউজিং সোসাইটিতে।প্রকল্প বিবরণ- ঠিকানাঃ প্লট-৫,২৬, রোড-৫,৬, মোহাম্মদি হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা। মোট জমি- ১০ কাঠাপ্রকল্পের অবস্থান- দক্ষিণমুখী কর্নার প্লটঅ্যাপার্ট্ম্যান্ট সাইজঃ ১৩২৩-১৬৭৬ বর্গফুটকর্মাশিয়াল স্পেসঃ ২১০০-৪০০০ বর্গফুটপ্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ- ০১৮৪৪৫২৭৮০৮ || DH Tower- Doa Mahfil || The country's leading real estate company Amin Mohammad Foundation Ltd. has started the construction of the project named 'DH Tower' in Mohammadpur on 20th May 2024. With the experience of building elite residential and commercial projects for more than three decades, Amin Mohammad Foundation Ltd. started the construction of the project on a 10 katha corner plot in Mohammadpur. On this auspicious occasion, a Doa Mahfil was held at the project which was organized by Asad R Khan, Hon'ble Director of E&C Department of Amin Mohammad Foundation Ltd., along with other leading officials and land owners of the project.The construction of the project was started with the spontaneous participation of all, expressing gratitude to the Almighty Allah and requesting for the successful completion of the construction. Notable that, 'DH Tower' is an exclusive, 13-storied multicomplex project of Amin Mohammad Foundation Ltd. located at Mohammadi Housing Society in Mohammadpur, a desirable area of Dhaka. Project Details- Address: Plot-5, 26, Road-5, 6, Mohammadi Housing Society, Mohammadpur, Dhaka. Total area of land - 10 katha Location of the project- South-facing corner plot Apartment Size: 1323-1676 sq ft Commercial space: 2100-4000 sq ft To know more, contact at 01844527808.