করোনা মোকাবিলার সম্মুখযোদ্ধা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগকে ১ লাখ মাস্ক হস্তান্তর করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীর হাতে এই মাস্ক তুলে দেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ। বুধবার বিকালে পুলিশের গুলশান বিভাগ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব মাস্ক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘পুলিশের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত এ বাহিনী করোনাকালে দেখিয়ে দিয়েছে, কীভাবে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়াতে হয়। গুলশান বিভাগ পুলিশের প্রত্যেক সদস্য জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় সম্মুখভাগে থেকে কাজ করেছে। আমরা পুলিশকে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’আমিন মোহাম্মদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘১ লাখ মাস্ক দেওয়ার মাধ্যমে আমিন মোহাম্মদ গ্রুপ প্রমাণ করেছে, পুলিশের যাবতীয় ভালো কাজের সঙ্গে তারা আছে। আমিন মোহাম্মদ গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানেরও এভাবে এগিয়ে আসা উচিত। তাহলে ভালো কাজে পুলিশ আরও বেশি উৎসাহ পাবে।’আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘করোনাযুদ্ধে পুলিশের ভূমিকা অসামান্য। এ ভূমিকার কারণে সাধারণ মানুষের কাছে পুলিশ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। কেবল আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, মানবিক কাজেও পুলিশ সমানভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গুলশান বিভাগ পুলিশ নিরলসভাবে এ দায়িত্ব পালন করেছে।’ তিনি গুলশান বিভাগ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা পুলিশের পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও গুলশান বিভাগসহ সারা দেশের পুলিশের সঙ্গে থেকে যাবতীয় ভালো কাজে সহযোগিতা করতে চাই।’মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে গুলশান বিভাগ পুলিশের পক্ষে আরও উপস্থিত ছিলেন- এডিসি (প্রশাসন) কামরুজ্জামান, এডিসি (গুলশান) নাজমুল হাসান, এডিসি (বাড্ডা) সৈয়দ মামুন মোস্তফা, সিনিয়র এসি (ক্যান্টনমেন্ট) জাকিয়া নুসরাত, সিনিয়র এসি (গুলশান) রফিকুল ইসলাম, গুলশান থানার ওসি আবুল হাসান, বনানী থানার ওসি নুরে আজম মিয়া, বাড্ডা থানার ওসি পারভেজ আলম, ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান, খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান প্রমুখ।আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি মো. পারভেজ আলম, হেড অব অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি মো. নূর-ই সাইফুল্লাহ (ফয়সাল) এবং চিফ প্রটোকল অফিসার মুনিফ আম্মার।