NEWS DETAILS

News Details

blog-img

সময়ের আলো : ধানমন্ডিতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের অত্যাধুনিক বাণিজ্যিক ভবন হস্তান্তর

দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের তৈরি অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ হস্তান্তর করা হয়েছে। রোববার (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে (মিরপুর রোডস্থ) অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়। এদিন ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্রেতাদের চাবি ও দলিল হস্তান্তর করেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের পরিচালক (কন্সট্রাকশন) আসাদ আর. খান। এ সময় উপস্থিত ছিলেন কাস্টামার সার্ভিস বিভাগের প্রধান আহসানুল হাবীব সাদীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

Link : Read More ........